ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।
বুধবার সকাল ১০টা ১৭মিনিটে শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
শপথ অনুষ্ঠানে যোগ দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ ও অন্যান্য দলের ৩ জন বিজয়ী প্রার্থী।
এর আগে বুধবার নটার পরে থেকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা।
জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা যায়, সকাল ১০টায় শপথ নেওয়ার কথা থাকলেও সকাল ৮টার পর থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে তাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরাও এসে ভিড় করেন। যা সামাল দিতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এর আগে মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই একজন সাংসদ কার্যভার গ্রহণ করেছে বলে গণ্য হবে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসন, জাতীয় পার্টি ১১ এবং শরিকজোটের প্রার্থীরা ২ টা আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।