যশোর ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

যশোর প্রতিনিধি 
যশোর ঝিনাইদা মহাসড়কের বারীনগর বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে এদুঘটনা ঘটে।
 নিহত যুবকের নাম আলামিন সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে বারোবাজার থেকে নছিমন চালিয়ে যশোর শহরে যাচ্ছিলো নিহত আলামিন হোসেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস খুলনা মেট্রো ১১-০১৫২ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন হোসেন মারা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান বেপরোয়া বাস চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন বিষয়টি আমার জানা নেই তবে হাইওয়ের ঘটনা ঘটলে এটা হাইওয়ে পুলিশ দেখবে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি।