যশোর শহরে বার্মিজ চাকু নিয়ে জনমনে  ভীতি সঞ্চার অভিযোগে যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
ধারালো বার্মিজ চাকু নিয়ে এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগে পুলিশ মিরাজ নামে এক উঠবি বয়সের যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে ধারালো বার্মিজ চাকু উদ্ধার করেছে। তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়েছে। মিরাজ যশোর শহরের মোল্যাপাড়া বাঁশতলার মৃত রুস্তম শেখ এর ছেলে।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ রোববার ২৪ ডিসেম্বর  দুপুরে গোপন সূত্রে খবর পান শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা অংকুস হেয়ার কার্টিং এর সেলুনের মধ্যে উঠতি বয়সের যুবকেরা নিজেদের ক্ষমতার দাপনে নিজ হেফাজতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে ভীতি সঞ্চার সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মিরাজ ও তার সহোদও আজিজুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন দ্রুত পালানোর এক পর্যায় মিরাজকে আটক করে। এ সময় তার দখলে থাকা ১টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে। তাকে থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন। সোমবার ২৫ ডিসেম্বর দুপুরে তাতে আদালতে সোপর্দ করা হয়।