যশোরে প্রাচ্যসংঘে উৎসবমুখর পরিবেশে ভোট, নতুন নেতৃত্বে যাঁরা

যশোর প্রতিনিধি 
প্রাচ্যসংঘের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত ভোটে সদস্যরা নেতৃত্ব বেছে নেন।
বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্রটির কার্যনির্বাহী কমিটির মূল নেতৃত্বে এসেছেন কাসেদুজ্জামান সেলিম ও খবির উদ্দিন সুইট।
গতকাল সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত ভোট শেষে সন্ধ্যায় গণনা শুরু হয় এবং রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে কাসেদুজ্জামান সেলিম ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম তোজাম্মেল হক পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো.খবির উদ্দিন সুইট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সহসভাপতি পদে মো. সাহিদ হোসেন লালবাবু ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহিদ আককাজ পেয়েছেন ৪১ ভোট।
যুগ্মসম্পাদক পদে নূর ইসলাম, কোষাধ্যক্ষ পদে এস এম এ মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইবাদত আলী এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে মোছা. পারভীনা খাতুন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে, দপ্তর সম্পাদক পদে নিত্যানন্দ পাল ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সোহানুর রহমান পেয়েছেন ৩০ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. তরিকুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো.রায়হান আলী পেয়েছেন ১৯ ভোট।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ১০০ ভোট পেয়েছেন আহসান কবীর।
অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সেলিম রেজা সেলিম ৯৩,মো. কামরুজ্জামান ৯১, মো. শাহিদুর রহমান ৮৭, মো. সাইফুল ইসলাম সজল ৮৫, মো. মশিয়ার রহমান ও স্মৃতি ফেরদৌস ৮৪, মোস্তফা মাহবুবুল হক ৮২, এ জে মনিরুল ইসলাম ৮১, এ এস এম মারুফ হোসেন ৭৯, মো. নূরুজ্জামান (লিপু) ৭৬ এবং মো. সাকির আলী ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মো. আবু রাসেল ২৬, মো. আব্দুল কুদ্দুস আকিব শাওন ৫০, নূর ইসলাম ৪২, এস কে এম তহীদুজ্জামান ৩৬ এবং মোকাম আলী খান ২৫ ভোট পান।
এর আগে  সকাল ১০টায় প্রাচ্যসংঘ চত্বরে ভোটগ্রহণ করা হয়। বিকেল ৩টা পর্যন্ত সদস্যরা আনন্দমুখর পরিবেশে ভোট দেন।
প্রাচ্যসংঘের মোট সদস্য ১৭৭ জন। এর মধ্যে এবার ভোটার হয়েছিলেন ১১৪ জন। তার মধ্যে ১০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়াও যশোরের বাইরে অবস্থানরত ১৮ জন সদস্য অনলাইনে ভোট দেন।
গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল ও সাঈদ আহমেদ খান অ্যাপোলো।
রাত সোয়া ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শামসুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন উপস্থিত সদস্যরা।
দুই বছর মেয়াদি এই কমিটি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।#