যশোরে প্রতিবেশীর হামলায় জখমের ঘটনায় মামলা আটক-১

যশোর প্রতিনিধি যশোরে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীরা জোর পুর্বক হামলায় শাহিন আল মামুন (৪০)কে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার ২০০ টাকা কেড়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর  সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলাটি করেন,সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের সাহাবাজপুর (দক্ষিণপাড়া ২নং ওয়ার্ডে) হযরত আলীর ছেলে তুহিন আকতার। মামলায় আসামী করেন, প্রতিবেশী মৃত নিয়ামত আলী বিশ^াসের ছেলে ইসহাক আলী বিশ^াস,একই গ্রামের ইসাহাক আলী বিশ^াসের ছেলে আব্দুল কাদেও, মৃত হানিফ আলী বিশ^াসের ছেলে হাকিম আলী বিশ^াস,সহোদর শরাফ আলী বিশ^াস ও ইউসুফ আলী বিশ^াসের ছেলে আব্দুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার রাতে মামলার প্রধান আলী ইসাহাক আলী বিশ^াসকে গ্রেফতার করে ২০ ডিসেম্বর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছেন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে শত্রুতা চলে আসছিল। উল্লেখিত শত্রুতার জের ধরে আসামীরা বাদির পরিবারের জমি জোর পুর্বক দখল করার জন্য হুমকী ধামকী ও মারপিট খুন জখমের সুযোগ খুঁজতে থাকে। গত ৩০ নভেম্বর উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় গন্যমান্য লোকজনে উপস্থিতিতে সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে পিলার দিয়ে সীমানা স্থাপন করা হয়। কিন্তু আসামীরা না মানিয়া পূর্বের ন্যায় বাদির পরিবারের জমিতে অন্যায়ভাবে জোর পূর্বক দখল করার ষড়যন্ত্র করতে থাকে। গত১০ ডিসেম্বর  দুপুর ২ টায় সাহাবাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণপাশে বাদির পরিবারের মালিকানাধীন জমিতে অনধিকারভাবে আসামীরা প্রবেশ করে জমিতে স্থাপিত পিলার তুলে দেয়। জমি দখল করার চেষ্টা করে। বাদির বড় ভাই শাহিন আল মামুন উক্ত জমিতে যেয়ে আসামীদের বাধা নিষেধ করায়  সকল আসামীরা ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদের ও ইসাহাক আলী বিশ^াসের হুকুমে ও সহযোগীতায় সকল আসামীরা হাতে দেশীয় অস্ত্রশস্ত্র আক্রমন করে বাদির ভাইকে আহত করে। এ সময় পর্যায়ক্রমে আসামীরা শাহিন আলী মামুনকে মারপিট করে।  এসময় আসামী আব্দুর রহমান বাদির ভাইয়ের জামার বুক পকেটে থাকা নগদ ১০ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ মামলার আসামী ইসাহাক আলী বিশ^াসকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।