যশোর-৫ আসনে নৌকার কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি স্বতন্ত্র প্রার্থীর ভিডিও ভাইরাল

যশোর অফিস:  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র আশরাফুল আলম লিটন বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।আশরাফুল আলম লিটন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  অভিযোগে আওয়ামী লীগ নেতারা বলেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চলেছেন। স¤প্রতি বেনাপোলে অনুষ্ঠিত এক কর্মী সভায়  নৌকা প্রতীকের কর্মীদের প্রকাশ্যে হাত কেটে নেয়ার হুমকি দিয়েছেন আশরাফুল আলম লিটন। তার এমন বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম আতঙ্কে রয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু। সেখানে হাত কেটে নেয়ার বক্তব্যের ভিডিও ক্লিপ, ফেসবুক উক্তির কপি ও প্রকাশ্যে চাঁদাবাজির তথ্য সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আশরাফুল আলম লিটনের ওই বক্তব্যের ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আশরাফুল আলম লিটন বলেছেন, তিনি নৌকা প্রতীকের কর্মীদের উদ্দেশ্যে কোন বক্তব্য দেননি। তিনি নির্বাচনের পরিবেশ অস্থিতিশীলকারীদের প্রতিরোধের কথা বলেছেন বলে দাবি করেন।