যশোর-১ আসনে তৃপ্তিকে হটিয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন লিটন

Share

যশোর অফিস 
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।
দলীয় সূত্রে জানা গেছে,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় নুরুজ্জামান লিটনকে।
দলীয় সূত্র জানায়,নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে শার্শায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা এলাকায় আলোচিত।
মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন,দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে- এটি আগেই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে এ আসনে আমাকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।
মনোনয়ন পরিবর্তনের খবরে তৃপ্তির সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিলেও নুরুজ্জামান লিটনের অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। গত দেড় মাস ধরে তিনি এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণাও চালান। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
এই আসনে আরও দু-জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন-শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

Read more