যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে পাঁচজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে শহরের রেলস্টেশন পশ্চিম পার্শ্ব ও ইছাপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে প্রথমে রেলস্টেশন এলাকার পশ্চিম পার্শ্ব থেকে সম্রাট (২১) ও মো. স্বাধীন (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সম্রাটকে ৬০ দিনের এবং স্বাধীনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে বিকেলে ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৫),ডালিম হোসেন (৩২) ও বজলুর রহমান (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদালত ইকবাল হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ৭০০ টাকা জরিমানা, ডালিম হোসেনকে ২০ দিনের কারাদণ্ড ও১ হাজার টাকা জরিমানা এবং বজলুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।