যশোর অফিস
যশোরে ট্রাকের ধাক্কায় হালিমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারের অদূরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, হালিমা দুপুরে বাড়ি থেকে বের হয়ে চাড়াভিটা বাজারে যাচ্ছিলেন। এসময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।