যশোর অফিস
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় নিজের মায়ের কাছে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে মুনতাসির ইসলাম (২৭) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মুনতাসির ইসলাম ওই এলাকার মৃত একরামুল ইসলামের ছেলে। তার মা ফরিদা ইসলাম (৬২) জানান, চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই মুনতাসির মাদকে আসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় বন্ধুদের বাড়িতে এনে মাদক সেবন করত সে। এ বিষয়ে প্রতিবাদ করলে মুনতাসির পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দিত।
ফরিদা ইসলাম আরও বলেন, স্বামীর রেখে যাওয়া সঞ্চয়ের মুনাফার টাকা ইতোমধ্যে তার ছেলে খরচ করে ফেলেছে। বর্তমানে নেশার টাকার জন্য প্রায়ই চাপ সৃষ্টি করে এবং টাকা না দিলে মারধর ও ভয়ভীতি দেখায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বাড়িতে ফিরে মুনতাসির তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে একটি চাকু বের করে মারার হুমকি দেয়। আতঙ্কিত হয়ে ফরিদা ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি চাকুসহ মুনতাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।