যশোরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Share

যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ও সন্ধ্যায় যশোর সদর ও মনিরামপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যশোর সদরের চাঁচড়া ডালমিল সংলগ্ন এলাকায় বিকালে দিকে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। মোবাইল কোর্টে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই এলাকায় বিকালে মোঃ আকাশ সরদার (২২) এবং বিকাল ৫টার দিকে রনি সরদার (২৩)কে দুই পিস করে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে মনিরামপুরে মোহনপুর–বাদামতলা ব্রিজের পাশে বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ইব্রাহিম (২৭) কে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। একই স্থানে বিকালে শুভেন্দু বিশ্বাস (২৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের যশোর জেলা কারাগারে প্রেরণ করা হয়া।

Read more