ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন শ আসনে নৌকার প্রার্থী হতে চান তিন হাজার ৩৬২ জন। গড়ে প্রতি আসনে মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন। ফরম বিক্রি করে চার দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা। বৃহস্পতিবার দলের সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত হবে মনোনয়ন।
আগামী সংসদ নির্বাচনে কারা প্রার্থী হতে চান, তা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চার দিনে সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ২৪১ জন। আর অনলাইনে ১২১ জন। এর মধ্যে রয়েছে নবীন-প্রবীণ রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী।
তাঁদের সবার মুখে এক কথা, প্রতিহত করা হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর পাশে থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলেই বদ্ধ পরিকর।
শেষ দিনে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শেখ কবির হোসেন। নৌকা প্রতীকে নির্বাচন করতে চাওয়া ১৪ দলের নেতারাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।
পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘এত বড় দলে তিন হাজার ৩৬২ জন প্রার্থী হতে চাওয়া খুবই স্বাভাবিক। আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁরাই মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।’
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত চলে এই কার্যক্রম।
এর আগে, বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।