যশোরে র‌্যাব-৬  পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা ও একটি এয়ারগান উদ্ধার

যশোর প্রতিনিধি 
যশোরে র‌্যাব-৬ এর পৃথক দুইটি অভিযানে ৩০ টি ককটেল বোমা ও ১ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। জেলার কোতয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় উদ্ধারকৃত এই ককটেল বোমাগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র‌্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এ্যাডঃ মিলন এর পুকুরের দক্ষিণ পশ্চিম কর্ণারে অভিযান চালিয়ে ২ টি বাজারের ব্যাগ থেকে বিশেষভাবে রক্ষিত ৯ টি ককটেল বোমা ও শপিং ব্যাগ থেকে ১ টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করে।
অপর দিকে, গতকাল রাতে র‌্যাব-৬, যশোর এর অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে ১ টি বালতি ভর্তি (২১ টি) ককটেল বোমা উদ্ধার করে।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারতো।
র‌্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দতালিকা মূলে কোতয়ালী মডেল থানায় ও বেনাপোল পোর্ট থানায়  জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।