যশোর শহরে ঢাকা রোড প্রাইমারী স্কুল সংলগ্ন ক্লাব ঘরে জুয়ার আসর জমজমাট

যশোর প্রতিনিধি
শহরের ঢাকা রোড প্রাইমারী স্কুলের পাশে গড়ে উঠেছে জুয়ার খেলার ক্লাব ঘর। পুলিশের অর্থলোভী কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পযর্ন্ত টাকা দিয়ে জুয়ার আসরে যোগ দিচ্ছে বিভিন্ন পেশার মানুষ। পুলিশের নিয়মিত টহল ও অভিযানের অভাবে এখানে অনেক জুয়াড়ী নিঃস্ব হয়ে বাড়িতে ফিরছে।
স্থানীয় সূত্রগুলো অভিযোগ তুলেছেন,যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড প্রাইমারী স্কুলের পাশে মকছেদ বিশ^াসের ছেলে সোহাগ বিশ^াস জুয়ার খেলার ক্লাব ঘর স্থাপন করেছে। ওই বাড়ির মালিকের অনুমতি ছাড়াই গড়ে ওঠা জুয়ার আসরে পুলিশের অভিযানের অভাবে জুয়াড়ীরা তেমন আমলে নিচ্ছেনা। যার ফলে বিভিন্ন পেশার মানুষ জুয়ার আসরে যোগ দিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। সূত্রগুলো আরো বলেছেন, স্থানীয় আতিক,গোপাল,জাহিদ,আরিফসহ অনেকে জুয়ার খেলার আসর হিসেবে ক্লাব ঘরে প্রবেশ করে গভীর রাত পর্যন্ত জুয়ারী আসওে যোগ দিয়ে পকেট খালি করে বাড়ি ফিরতে বাধ্য হয়। যার ফলে বিভিন্ন পেশার মানুষের সংসার চালাতে দারুনভাবে হিমশিম খেতে হয়। জুয়ার আসরের পাশাপাশি এই ক্লাব ঘরে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ঘটে থাকে। উঠতি বয়সের তরুন,যুবকেরা এই জুয়ার আসর ক্লাব ঘরে সন্ধ্যার পর যোগ দিয়ে জুয়ার আসরে বলে সর্বস্ব্য হারিয়ে বাড়িতে ফিরতে বাধ্য হচ্ছে। যেখানে যশোরের পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সফল ভূমিকায় সেখানে ক্লাব ঘরের অন্তরালে জুয়ার আসরসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সমাজকে কলুষিত করছে।  জুয়া খেলার জন্য গড়ে ওঠা কথিত ক্লাব ঘরে  যারা আসছে। তারা এমন পরিস্থিতি থেকে উত্তোরণ চান। ব্যাপারে স্থানীয় লোকজন পুলিশ সুপারসহ কোতয়ালি থানার অফিসার ইনচার্জসহ সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।