যশোর অফিস
যশোর শহরের বেজপাড়া প্রগতি পল্লী গলির একটি বাড়িতে দূর্গাপূজাকে পুঁজি করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। বাসিন্দা রবিন কুমার সাহা থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি জানান,নতুন বাড়িতে উঠার পর থেকেই বাদল সরকার, প্রদীপ তরফদার, প্রশান্ত পাল, হারু, অর্গদাস, সুব্রত পাল, অপুসহ কয়েকজন যুবক ৫ হাজার টাকা চাঁদা দাবি করছিল। গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে এসে পুনরায় চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এসময় বাদল সরকার তাকে ধাক্কা দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনায় রবিন কুমার পরিবারসহ নিরাপত্তাহীনতায় পড়েন এবং রাতে থানায় অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করছেন এসআই সিমন হাওলাদার।