পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম 

যশোর প্রতিনিধি 
দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নেহাল ইসলাম(১৪) নামে এক ছাত্র জখম হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর একটার দিকে উপশহর ডিক্লাক ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে। আহত যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও উপশহর বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউট স্কুলের ১০ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।
হাসপাতালে আহত জানান, সোমবার দুপুরে স্কুলের নির্বাচনী পরীক্ষা দিয়ে বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন নেহাল। পথিমধ্যে উপশহর ডিক্লাক ক্লাব মোড়ে পৌছালে অজ্ঞাতনাম ৩/৪জন মুখোশ পরে দুইটি মোটরসাইকেল দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে পায়ে ও বুকে ৫টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে বর্তি করেন।
জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানান, আহতের দান পায়ের রানে ৪টি ও ডান পাশের বুকে একটি ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে সাজারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।