কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বন্দে ৯ জনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা 

যশোর প্রতিনিধি 
যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বন্দে ৯ জনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা দায়ের হয়েছে। সহকারী জজ মাণিরামপুর আদালতে বিচারক অভিযোগে শুনানি শেষে অভিযোগটি গ্রহন করে ৮ বিবাদীর কাছে জবাব চেয়ে নোটিশ দেয়ার আদেশ দিয়েছেন। কেশবপুরের সানতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হোসেন আলী বাদী হয়ে এ মামলা করেছেন।
বিবাদীরা হলো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিজি শিক্ষা অধিদফতর, সদস্য লাভলু গাজী ও সেলিম রেজা।
মামলার অভিযোগে জানা গেছে, গত২০২২ সালের ১ ডিসেম্বর কপালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। হোসেন আলী নিয়োগ প্রত্যাশী ছিলেন। এ নিয়োগে হোসেন আলীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি ফান্ডে ১০ লাখ টাকা জমা দেয়ার প্রস্তাব দেন। তিনি তাদের প্রস্তাবে রাজি হয়ে গত বিবাদী লাভলু গাজীর উপস্থিতিতে গত ৩০ জুন ৬ লাখ টাকা দেন। বাকি ৪ লাখ টাকা নিয়োগ বোর্ড সম্পন্ন হলে দেয়া হবে বলে অঙ্গীকার করেন হোসেন আলী। এরপর গত ২৫ সেপ্টেম্বর সভাপতি তাকে ডেকে নিয়োগ দেয়া যাবেনা বলে জানিয়ে দেন। একই সাথে বিবাদী সেলিমকে ১৫ লাখ টাকা নিয়ে নিয়োগ দেয়া হবে বলে জানান। এতে ক্ষুদ্ধ হয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে যাতে নিয়োগ প্রক্রিয়া না হয় সে ব্যাপারে তিনি আদালতের নিষেধাজ্ঞা চেয়ে এ মামলা করেন। জানা গেছে, আদালতে নোটিশ প্রাপ্তিতে নিয়োগ বোর্ড স্থগিত করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।