যশোরে র‌্যাব–৬ এর পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Share

শহিদ জয়, যশোর 
যশোরে র‌্যাব–৬ এর পৃথক অভিযানে দুটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর যশোর অভয়নগর উপজেলায় শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির (২২)কে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর এলাকা থেকে এবং ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব–৬ জানায়,শুক্রবার বিকাল ও রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৬, সিপিসি–৩ যশোরের একটি দল জানতে পারে,শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকির গাজীপুরের জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় আত্মগোপনে আছেন। র‌্যাব–১ এর সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলায় বলা হয়েছে,৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইলে গেম খেলছিল শামীম শেখ (২০) ও তার বন্ধুরা। এসময় সাইফুল ও তার সহযোগীরা স্কুল মাঠে এসে তাদের চোখে লাইট মারে। তোরা কেডা’ প্রশ্ন করতেই আসামিরা গুলি লোড করে তাড়া দেয়। পালানোর সময় শামীমের কপালে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়ার পর ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় চয়ন দাসের বাবা অভয়নগর থানায় মামলা করেন।
গ্রেফতারের পর সাইফুলকে জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব–৬ এর আরেকটি দল যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে আটক করে। তিনি শহরের রায়পাড়া তালতলা এলাকার ইসমাইল হোসেন খোকনের ছেলে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আলামিনকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more