যশোর বেজপাড়ায় হিন্দু মৃত দম্পতির ওয়ারিশহীন জমি দখল

Share

যশোর অফিস 
যশোরের বেজপাড়া রেল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে হিন্দু মৃত দম্পতি অনিতা রানী মন্ডল ও ফটিক চন্দ্র মন্ডলের ওয়ারিশহীন জমি জাল কাগজপত্র তৈরি করে তিন দফায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দম্পতির কোনো সন্তান বা ওয়ারিশ না থাকা সত্ত্বেও দালালচক্র মৃত মালিককে ‘জীবিত’ দেখিয়ে ভুয়া এনআইডি ,জাল ওয়ারিশ ও জাল দলিল তৈরি করে জমি দখল ও লেনদেন সম্পন্ন করে।
স্থানীয়রা বলেন, এ ঘটনায় কিছু অসাধু পৌর কর্মচারী, ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের যোগসাজশ রয়েছে। দালালচক্রের সদস্য হিসেবে ভবো, রাব্বি ইসলাম শুভ, দলিল প্রস্তুতকারী শামীম বিশ্বাস, দালাল পলাশ এবং বর্তমানে নড়াইলে কর্মরত এসআই টমাসের নাম উঠে এসেছে।
জমিটি তিন দফায় বিক্রি হয়—২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে অরবিন্দু কুমার পালের কাছে, আগস্ট ২০২৪-এ পুনরায় এবং সর্বশেষ ১৩ নভেম্বর ২০২৫ তারিখে শংকরপুরের রোহানের কাছে। জমির পাশে চলাচলের পুরনো রাস্তা দখলের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা চার দফা দাবি তুলেছেন সব ভুয়া দলিল বাতিল, জড়িতদের বিরুদ্ধে মামলা, জমির রাষ্ট্রীয় সুরক্ষা এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

Read more