যশোর অফিস
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৩তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য এস. এম এ কাইয়ুম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি, আহমদ রাজু। কবিতা আলোচনা করেন, কবি রাশিদা আখতার লিলি, কবি শংকর নিভানন, কবি কুতুব উদ্দিন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, এম এ কাসেম অমিয়, আতিয়ার রহমান, কাজী খলিলুর রহমান, অ্যাড, মাহমুদা খানম, আহমেদ মাহবুব ফারুক, সানজিদা ফেরদৌস শরীফ হোসেন ধীমান প্রমুখ।
সভার শুরুতে বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সহসভাপতি কবি কাজী রকিবুল ইসলামের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।