যশোরে ভরণ পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তার মা

যশোর প্রতিনিধি 
ভরণ পোষনের দাবিতে ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা। রোববার শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত লিয়াকত আলীর স্ত্রী ও আসামি মা ফরিদা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আনোয়ার হোসেন কুষ্ট্রিয়ায় জাপান টোবাকো কোম্পানিতে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে,ফরিদা বেগমের চার মেয়ে ও এক ছেলে। স্বামী লিয়াকত আলী অসুস্থ হলে ছেলে আনোয়ার হোসেন চিকিৎসার নাম করে তার বাসায় নিয়ে যায়। এরপর আনোয়ার হোসেন তার পিতাকে ভুল বুঝিয়ে অন্য শরিকদের ফাঁকি দিয়ে বসত বাড়ির সাড়ে ৬ শতক জমি দলির করে নেয়। কিছুদিনের মধ্যে তার স্বামী মারা যান। আনোয়ার হোসেন এর মধ্যে ৬০ লাখ টাকায় এ জমি বিক্রি করে দেয়। গত ১৪ সেপ্টেম্বর আনোয়ার হোসেন বাড়িতে এসে তাকে ও তার প্রথম স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে নামিয়ে ক্রেতাকে বুঝে দেয়। বর্তমানে ফরিদা বেগম মানবেতর জীবন যাপন করছেন। নিরুপায় হয়ে তিনি ছেলের বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন।