বিএসপির ২৩০ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর প্রতিনিধি: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৩০তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় (৬ অক্টোবর ২০২৩) সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএসপির আজীবন সদস্য, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি. ড. শাহনাজ পারভীন, কবি সুরাইয়া শরীফ, কবি আমির হোসেন মিলন, কবি এমএ কাসেম অমিয়।
কবি অরুণ বর্মনের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, মো. মনিরুজ্জামান, আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, সঞ্জয় নন্দী, রাশিদা আখতার লিলি, সহকারী অধ্যাপক ভদ্রবতী বিশ^াস, হুমায়ন কবীর, রেজাউল করিম রোমেল, অ্যাড. মাহমুদা খানম, মিজানুর রহমান মিজান, সানজিদা ফেরদৌস, শাহানা পারভীন, এমএম মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম।
প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে ২৩০তম সাহিত্য সভা আসাদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় উৎসর্গ করা হয়। এছাড়া সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান নারায়নগঞ্জের রূপান্তর রৌদ্র ছায়া সাহিত্য সম্মাননা (কবিতা) ২০২২ লাভ করায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।