যশোরে রাতে টাইলস চুরির অভিযোগে দু’জন জনগণের হাতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
একটি নির্মাণাধীন বাড়ি হতে টাইলস চুরির অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় দুই চোরকে ধওে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার শেখহাটি ফাটাগোল্লার মোড়ের ইদ্রিস আলী গাজীর ছেলে বিপুল গাজী ও শেখহাটি জামরুল তলার মৃত আব্দুস সামাদের ছেলে দলিল উদ্দীন ওরফে দইল্লা। শনিবার ৩০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন,সদর উপজেলার শেখহাটি গ্রামে বর্তমানে বেলতলা বৌ বাজার পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদ মৃধার ছেলে জহিরুল ইসলাম। আসামীরা হচ্ছে,গ্রেফতারকৃত বিপুল গাজী, দলিল উদ্দীন ওরফে দইল্লা ও পলাতক তারে সহযোগী বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আরজি ছিলুমপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাশেদুল ইসলাম।পুলিশ রাশেদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চাল্লাচ্ছে।
বাদি মামলায় উল্লেখ করেন, বর্তমান ঠিকানায় বসবাস করে স্থায়ী ঠিকানা শেখহাটি গ্রামে নতুন দ্বিতীয়তলা ভবন নির্মাণ করছেন। প্রতিদিন সকাল বেলা নির্মাণশ্রমিক কাজ করতে থাকা পর্যন্ত বাদি তার নির্মানাধীন বসত বাড়ী দেখাশুনা করে কাজ শেষে সন্ধ্যার সময় নির্মানাধীন বসত বাড়ির নিচ তলায় লোহার গেটে তালা দিয়ে ভাড়াটিয়া বাসায় চলে যায়। প্রতিদিনের ন্যায় গত ২৮ সেপ্টেম্বর সারাদিন নির্মাণ শ্রমিকের কাজ পর্যবেক্ষন করে নির্মান কাজে ব্যবহৃত ডিবিএল কোম্পানীর মোট ২৪ কাটর্িুন প্রতি কাটুনে ৪ পিস করে মোট ৯৬ পিস টাইলস যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা ভবনের নীচে রেখে রাত সাড়ে ৮ টায় লোহার গেটে তালা মেরে ভাড়াটিয়া বাসায় চলে যায়। ২৯ সেপ্টেম্বর ভোর রাত ৪ টায় শেখহাটি মিয়া বাড়ী মোড়স্থ বাদির নির্মানাধীন বসতবাড়ী হতে বর্ণিত টাইলস গুলি ভ্যান যোগে আসামীরা নিয়ে যাওয়ার সময় নির্মানাধীন বাড়ির পাশে প্রতিবেশী ছাবিরুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম রায়হান দেখতে পেয়ে বাদিকে সংবাদি দিলে বাদি ঘটনাস্থলে যেয়ে দেখেন বাদির টাইলসগুলি চুরি হয়েছে। পরে ৩০ সেপ্টেম্বও রাত সাড়ে ৯ টায় শেখহাটি মিয়া বাড়ি মোড়স্থ জনৈক রনি এ ইজিবাইক চার্জার ঘরের সামনে পুলিশকে খবর দিয়ে পুল্শি এসে পোশাদার দুই চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেন,তাদের সহযোগী রাশেদুল ইসলামকে গ্রেফতারে চালাচ্ছে পুলিশ।গ্রেফতারকৃত দু’জনকে ১ অক্টোবর দুপুরে আদালতে সোপর্দ করে।