যশোর শহরে ইয়াবা ও গাঁজা বেচানোর সময় দু’জন মাদক বিক্রেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
ইয়াবা ও গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ও রাতে শহরের দু’টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বারান্দী (মসজিদ মহল্লা) এলাকার হাসান পাটোয়ারীর ছেলে সরফউদ্দীন পাটোয়ারী ও শহরের আর এন রোড মসজিদ গলির  আব্দুর রহমানের ছেলে তৈয়বুর রহমান ওরফে রিয়াদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার এক এএসআই জানান, বুধবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের আরএনরোড জনৈক মনসুর আলী সরদারের তিন তলা বাড়ির পূর্ব পাশের্^ গলির রাস্তায় এক যুবক অবস্থান নিয়ে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে মাদকদ্রব্য নিয়ে থাকা যুবক তৈয়বুর রহমান ওরফে রিয়াদ পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তার দখলে থাকা ২১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ বুধবার ৬ সেপ্টেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পান শহরের মুজিব সড়ক রেলগেট সংলগ্œ জনৈক মোঃ তোফাজ্জল হোসেনে তিতাস এর আরিফ গিফট সেন্টার নামক দোকানের সামনে রাস্তায় এক গাঁজা বিক্রেতা অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল আনুমানিক ৬ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী যুবক সরফউদ্দীন পাটোয়ারী পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তার দখল হতে ৪০পুরিয়া অর্থাৎ ২শ’ গ্রাম গঁজা উদ্ধার করে।#