নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়া পরীক্ষামূলক ট্রেনটি ৮ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিয়েছে।
বৃহস্পতিবার ১১টা ২৬ মিনিটে পদ্মা সেতুতে ওঠে ট্রেনটি। ১১টা ৩৪ মিনিটে ৬.১৫ কিলোমিটার সেতু পার হয়ে জাজিরা প্রান্তে পৌঁছায় ট্রেন। পরীক্ষামূলক ওই ট্রেনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিরা রয়েছেন।
এর আগে সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে প্রথম দিন পাঁচটি স্টেশনে থামবে। পরীক্ষামূলক যাত্রায় ট্রেনটি পরিচালনা করছেন লোকোমোটিভ মাস্টার এনামুল হক ও সহকারী লোকোমোটিভ মাস্টার এম এ হোসেন।
ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক এ ট্রেন অটো সিগনাল পদ্ধতিতে চলাচল করায় আধুনিক রেল নেটওয়ার্কে নতুন মাইলফলক রচিত হলো।
১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।