র‌্যাব-৬ যশোরের হাতে কুষ্টিয়া  শিশু ধর্ষনকারী ইয়ামিন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল কুষ্টিয়া সদরের জগতি হাটপাড়া জামে মসজিদের মক্তব্যে শিশু মেয়ে (৮)কে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে ধর্ষন মামলার পলাতক আসামী মুহাম্মদ বিন ইয়ামিন (২২)কে বুধবার ৩০ আগষ্ট যশোর শহরের পালবাড়ী নিজ বাড়ি হতে গ্রেফতার করেছে। সে ওই এলাকার আবুল হাসানের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, গত বছরের ৫ জুলাই দুপুরে কুষ্টিয়া জেলার সদর উপজেলার জগতি হাটপাড়া জামে মসজিদের মক্তব্যে যাতায়াতকারী শিশু নাবালিকা (৮) নিজ বাড়ির উঠাতে খেলা করছিল। ওই সময় শিশু বালিকার বাড়ির পাশে অবস্থিত বাড়াদী মাদ্রাসাতুস সুন্না মাদ্রাসার ছাত্র মুহাম্মদ বিন ইয়ামিন ও জগতি হাটপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন  হাসান আলী (২৩) শিশু বালিকাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে জগতি হাটপাড়া জাসে মসজিদের পাশের্^  মুয়াজ্জিন হাসান আলীর শয়নকক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় নাবালিকা শিশু ডাক-চিৎকার করলে আসামীরা শিশুটির মুখ চেপে ধওে রাখে। শিশুটি এক পর্যায় অচেতন হয়ে পড়লে আসামী দু’জন পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা সম্পর্কে শিশুটির পরিবার অবহিত হলে শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন এবং শিশুটির পিতা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় দু’জনের বিরুদ্ধে ধর্সন মামলা করে। যার নং ১৪,তারিখ ৬/৭/২০২২ ইং। ঘটনার পর থেকে মুয়াজ্জিন হাসান আলী মুহাম্মদ বিন ইয়ামিন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারন পূর্বক আত্মগোপন করে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে ধর্ষনকারী দু’জনকে গ্রেফতারে মাঠে নামে। এক পর্যায় বুধবার ৩০ আগস্ট মামলা আসামী মুহাম্মদ বিন ইয়ামিনকে তার বাড়ি হতে গ্রেফতার করে। সে গ্রেফতার হওয়ার পর ঘটনা স্বীকার করেন। পরে হাসান আলীকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করেন র‌্যাবের চৌকসদল।