ডনাল্ড ট্রাম্প গ্রেপ্তারের ২০ মিনিটের মাথায় দুই লাখ মার্কিন ডলার জামানতের বিনিময়ে জামিন দেওয়া হয়

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন অভিযোগে অভিযুক্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও গ্রেপ্তারের ২০ মিনিটের মাথায় দুই লাখ মার্কিন ডলার জামানতের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়।
বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প
ট্রাম্পকে গ্রেপ্তার করার পর নিয়মানুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ এবং মাগ শট (কয়েদির মুখমণ্ডলের ছবি) তোলা হয়।
ফুলটন কাউন্টি জেল এর রেকর্ডে ট্রাম্প এখন কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯। কারাকর্তৃপক্ষ পরে ট্রাম্পের ওই মাগ শট প্রকাশ করে। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগ শট প্রকাশ পেলো।
মাগ শটে গম্ভীর মুখের ট্রাম্প তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন।