যশোরে শ্রমিক অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

Share

যশোর অফিস 
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যশোর জেলা শাখার এক বছরের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ৩১ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. হুমায়ুন কবির মুরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. তারেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির নবনির্বাচিত সভাপতি মুরাদ হোসেন বলেন, “সত্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য।” দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পেয়ে তিনি ও তার সহকর্মীরা গর্বিত বলেও মন্তব্য করেন।
তিনি আরও জানান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় লড়াই অব্যাহত থাকবে।

Read more