যশোর অফিস
ঝিকরগাছার কুন্দিপুর মাদরাসা মোড়ে শুক্রবার রাত সাড়ে আটটার সময় ডিলার আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক ডেলিভারিম্যান আহাদসহ তিন যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা ফুচকা বিক্রেতা রাকিবকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আহত আশরাফুল (পিতা: মৃত কোরবান আলী শেখ) জানান, সজীব গ্রুপ ও মেরিডিয়ান ফুডের ডিলার হিসেবে কাজ করেন তিনি। করিমালী গ্রামের আহাদ তার ডেলিভারিম্যান থাকলেও মাল বিক্রির টাকা জমা না দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। রাতে দোকানে ফেরার পথে আহাদ, রাকিব ও জুয়েল তার পথরোধ করে ছুরিকাঘাত ও ছিনতাই করে বলে দাবি করেন তিনি।
চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম জানান, তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা চলছে।
থানার ওসি নূর মোহাম্মদ বলেন, আহাদকে হেফাজতে রাখা হয়েছে। রাতে আহত পক্ষ মামলা করার কথা বললেও পরে জানায় মামলা করবে না এবং ঘটনাটি ছিনতাই নয় বলে দাবি করছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
অন্যদিকে আহতের পরিবার অভিযোগ করেছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ আসামিদের পক্ষ নিয়ে মামলা না করতে চাপ দিচ্ছে। থানা মামলা না নিলে তারা আদালতের মাধ্যমে বিচারের উদ্যোগ নেবেন।