জাতীয় শোক দিবস  ৩০টি মন্দিরে প্রার্থনার জন্য ইঞ্জি. আরশাদ পারভেজের আর্থিক সহায়তা

যশোর প্রতিনিধিঃ 
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ৩০টি মন্দিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন নিজ বাসভবনে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া কালীবাড়ি মন্দির কমিটির কোষাধ্যক্ষ বিশ^জিৎ ঘোষ, সদস্য পরিমল কুন্ডু, মহিতোষ বিশ^াস, কিশোর কুমার, প্রেমবাগ পূজা পরিষদের সভাপতি প্রল্লাদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর বর্মন, আন্ধা রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি প্রজীৎ রায়, সাধারণ সম্পাদক রণজিৎ মল্লিক প্রমুখ।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ জানান, প্রয়াত শিবু প্রসাদ সাহাকে সঙ্গে নিয়ে ২০২০ সাল থেকে এ উদ্যোগ প্রহণ করা হয়। যার ধারাবাহিকতায় এ বছর মন্দিরের সংখ্যা বাড়িনো হয়েছে এবং আর্থিক সহায়তার পরিমান বৃদ্ধি করা হয়েছে। এ ধরণের কর্মকান্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন তিনি।