যশোরে প্রাচ্যপরিবারের এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

যশোর প্রতিনিধি 
২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রাচ্যপরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে প্রাচ্যসংঘ।
আজ শুক্রবার বিকালে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে অনুষ্ঠানটি হয়। এতে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের ভারপ্রাপ্ত সভাপতি খবির উদ্দিন সুইট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গীতিকার-সুরকার, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিনিয়র সদস্য ইয়াসিন আলী ও আখতার ইকবাল টিয়া।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান, আকসাদ সিদ্দিকী শৈবাল, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক নূর ইসলাম, আজিমুল হক, শাহিদুর রহমান, আইরিন আক্তার, এবং বিশ্বজিৎ বিশ্বাস বাবু।
অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী তুরফা আফিফা, এষা রহমান বর্ষা, তাবাসসুম ইসলাম সারাহ, তায়েফ তাসাউফ সিদ্দিকী এবং অরণ্য বিশ্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন বকুল হক, কামরুজ্জামান বাবলু এবং আনিসুর রহমান।
অনুষ্ঠানটি সার্বিক উপস্থাপন করেন, অধ্যাপক ইবাদত হোসেন ।