যশোরে স্কুল পড়ূয়া কিশোরীকে অপহরণ ও পাচারের অভিযোগে সংবাদ সম্মেলনে

যশোর প্রতিনিধি
যশোর সদরের জগন্নাথপুর গ্রামের এক স্কুল পড়ূয়া কিশোরী ছাত্রীকে অপহরণ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে। অপহরণকারীরা মেয়ে ফেরত পেতে চাঁদা দাবি করে মামলা না করার হুমকি দিচ্ছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ছাত্রীর পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রীর পিতা-মা ও আত্মীয় স্বজনেরা।
লিখিত বক্তব্যে ওই ছাত্রীর মা জানিয়েছেন, তার মেয়ে স্থানীয় হাই স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে। একই গ্রামের নফেল গাজীর মেয়ে নাসিমা বেগমসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে ভারতের মুম্মায় শহরে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখায়। এতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট বিকেলে নাসিমা বেগমা ওই ছাত্রীকে ফুসলিয়ে তার সহযোগীদের সহযোগীতায় অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে অপহৃত মেয়েকে ফেরত দিতে মোটা অংকের চাঁদা দাবি করছে। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে গতকাল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে নাসিমা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এরমধ্যে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে কল করে মেয়েকে ফেরত পেতে হলে মামলা না করার হুমকি দিচ্ছে। একই সাথে মোটা অংকের চাঁদা না দিলে মেয়েকে ফেরত দিবে না বলে জানিয়ে দিয়েছে। তিনি দ্রুত তার নাবালিকা মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।