যশোরে হেরোইনের মামলায় পলাশ ডোম নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 

যশোর প্রতিনিধি: যশোরে হেরোইনের মামলার রায়ে পলাশ ডোম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামি পলাশ ডোম মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার মৃত অনিল ডোমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর গভীর রাতে বেনাপোলের বিজিবি গোপন সংসাদের ভিত্তিতে সাদীপুর প্রাইমারি স্কুলের সামনে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে আসার সময় পলাশ ডোমকে আটক ও তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জয়নাল আবেদিন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ তদন্ত শেষে অভিযুক্ত পলাশ ডোমের বিরুদ্ধে ১৫ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আসামি পলাশ ডোমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পলাশ ডোম জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। #