যশোর নিউটাউন বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) এসএসসিতে পাশের হার কৃতিত্বের সাথে ধরে রেখেছে 

বিশেষ প্রতিনিধি
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর নিউটাউন বাদশাহ্ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) পাশের হার কৃতিত্বের সাথে ধরে রেখেছে। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের যথাযথ পাঠ দানের কারনে এই ফলাফল বলে মনে করেন প্রধান শিক্ষক এস,এম,রবিউল আলম। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্য অত্র বিদ্যালয়ে অধ্যায়ণরত শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহনের  বিকল্প নেই। এ বছর অত্র বিদ্যালয় থেকে ১৩৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩৪ জন কৃতিত্বের সাথে পাশ করেছেন।  পাশের হার ৯৯.২৬%। যা গত বছরের তুলনায় ভাল। গত বছর পাশের হার ছিল ৯৮.১১%। এর মধ্যে ৮২জন ছাত্র ও ৫৩জন ছাত্রী।  কৃতকার্য  ছাত্রের সংখ্যা ৮১জন, ছাত্রীর সংখ্যা ৫৩জন।  এ বছর জিপিএ-৫ এর সংখ্যা ২৮জন, এ গ্রেড ৬২ জন, এ- গ্রেড ২৮জন,বি গ্রেড  ৯জন ও সি গ্রেড  ৭জন।
প্রধান শিক্ষক এস.এম,রবিউল আলম আরো জানান,বাদশাহ্ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) বিদ্যালয়টি নার্সারী থেকে অধ্যায়ন শুরু হয়ে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এখানে পাঠদানে মোট ৩০ জন শিক্ষকমন্ডলী নার্সারী থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের পাঠদান দিয়ে থাকেন। ৩০জন শিক্ষকমন্ডলীর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২১জন ও প্রাইমারী শিক্ষার্থীদের জন্য ৯জন শিক্ষক পাঠদানে অংশ নেন। বিদ্যালয়ে বর্তমানে ১ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে প্রাইমারী লেভেলে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয় খুব সকাল থেকে। মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের পাঠদান শুরু হয় সকাল ৮টার পর থেকে দুপুর পর্যন্ত।  প্রতিদিন জাতীয় সঙ্গীত ও শরীর চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম শুরু করেন। বিদ্যালয়ে বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৫নং উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। বিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের প্রায় ও মাঝে মধ্যে পাঠদানে মনোযোগীর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। অধ্যায়নরত শিক্ষার্থীদের খেলাধূলার জন্য খেলার উপকরণসহ খেলার মাঠ ও শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন উপকরণ রয়েছে। বিদ্যালয়ে পাঠদানরত শিক্ষার্থীরা আন্তঃজেলা পর্যায়ের বিভিন্ন  বির্তক প্রতিযোগীতার এবং ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন  রেখেছেন। আগামী বছর  ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে সুনাম অর্জন করার আশা ব্যক্ত করেন প্রধান শিক্ষক এস.এম,রবিউল আলম।#