যশোরে র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল সোমবার যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের বারীনগর বাজার এর ঘোড়াপোতার মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে ২৭৫পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা নিয়ে অবস্থান করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত ইবাদত মন্ডলের ছেলে রাসেল মন্ডল ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সাকিব হোসেন আকাশ। গ্রেফতারকৃতদের সোমবার ৩১ জুলাই রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দিয়েছে। মঙ্গলবার ১ আগষ্ট তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, র‌্যাবের একটি চৌকসদল সোমবার ৩১ জুলাই দুপুরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামস্থ বারীনগর বাজার এর ঘোড়াপোতার মোড়স্থ মেসার্স গাজী অয়েল মিলে সামনে কতিপয়  দু’জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে দুপুর ২ টায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে অবস্থানকরা দুই জন কৌশলে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন ও র‌্যাবের অভিযানের সদস্যদের সামনে রাসেল মন্ডলের দখলহতে ২শ’ পিস ইয়াবা ও সাকিব হোসেন আকাশের দখল হতে ৭৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।#