যশোর শহরে জুয়ার আসরে পুলিশের হানা সাত জুয়াড়ী টাকা ও তাসসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
শহরের পূর্ব বারান্দী কদমতলা এলাকায় তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ হানা দিয়ে ৭ জুয়াড়ীকে দুই সেট তাস ও নগদ  ৫হাজার ৫শ’ ৫৫ টাকাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের বারান্দীপাড়া কদমতলার মৃত সিদ্দিক হোসেনের ছেলে মানিক হোসেন, একই এলাকার মৃত করম আলীর ছেলে ওমর আলী,পূর্ব বারান্দীপাড়া (মাঠপাড়া) এলাকার বাহের সরদারের ছেলে শিপন,সদর উপজেলার শেখহাটি (বাবলাতলা) এলাকার মিজান আলীর ছেলে অবেদ আলী, মুড়োলী (পুকুরকুল) এলাকার মজনু সরদারের ছেলে সিদ্দিকুর রহমান, শহরের বারান্দীপাড়া কদমতলার মৃত সাজ্জাদ আলী শেখ এর ছেলে মিজানুর রহমান ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জাহেদপুর গ্রামের বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া (মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া) লিয়াকত মন্ডলের ছেলে আমিনুল ইসলাম। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ সোমবার ৩১ জুলাই রাতে শহরের খালধার রোডে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার জনৈক শাহীন সিদ্দিক এর টিনসেড বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত ঘরের সামনে ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক ৯ টায় জুয়ার আসরে হানা দেয়। জুয়ার আসরে থাকা উল্লেখিত জুয়াড়ীরা পুলিশের পোশাক দেখে পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তাদের সকলের দখল হতে ৫শ’,১শ’,৫০,২০,১০ টাকার মোট ৫,৫৫৫ টাকা ও জুয়ার খেলার দুই সেট ডন লেখা তাস উদ্ধার করে। গ্রেফতারকৃতরা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তারা স্বীকার করে তাস দিয়ে টাকার বিনিময়ে খেলা করছিল। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দেন।#