যশোরের বেনাপোল সীমান্তে  ১৮টি স্বর্ণেরবার সহ দুই যুবককে আটক বিজিবির  হাতে 

যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি স্বর্ণেরবার সহ দুই যুবককে আটক করেছে বিজিবি
আটককৃতরা ভারতে পাচারের জন্য স্বর্ণ বহন করছিল বলে বিজিবি জানিয়েছে।
আটক স্বর্ণের বারের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবির দাবি।
সোমবার বিকেলে দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে স্বর্নসহ হাতে নাতে আটক করা হয় বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান।
আটকরা হলেন-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) ও একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)
বিজিবি অধিনায়ক তানভীর রহমান বলেন,ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহলদল দৌলতপুর প্রাইমারি স্কুলের পাশে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।পরে তাদেরকে অগ্রভূলোট ক্যাম্পে নিয়ে তল্লাশি করে একজনের জুতার মধ্যে এবং অপর জনের পায়ের অ্যাংলেটের মধ্য ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২কেজি ১০০গ্রাম।যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।”
আটকদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।জব্দ করা স্বর্নেরবারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।