যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক আব্দুল্লাহ আল মামুন কে আটকে রেখে চাঁদা দাবি 

যশোর প্রতিনিধি
যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) কে আটকে রেখে চাঁদা দাবি এবং টাকা নেয়ার অভিযোগে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সবুজ হোসেন (২৯) নামে এক যুবককে। সবুজ শহরের পূর্ব বারান্দী মাঠপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
আব্দুল্লাহ আল মামুন এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ি মাগুরা উত্তর বীরপুর গ্রামে। তিনি যশোরের খড়কী কবরস্থান পাড়ায় থাকেন। গত গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে গ্রিন সিটি নামক একটি রেস্তরায় খাবার খেতে যান। সেখান থেকে বের হওয়ার সময় আসামি সবুজসহ অজ্ঞাত আরো দুইজন তাকে দেখে নানা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এ পর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে না চাইলে তাকে চাঁচড়া ব্রিজের কাছে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংকের বুথ থেকে তার কার্ড ব্যবহার করে রাত ৮টার দিকে ২৫ হাজার টাকা উঠিয়ে নেয়। এবং হত্যার হুমকি দিয়ে চলে যেতে বলে। তার বাড়িতে কাজ থাকায় তিনি মাগুরা চলে যান। পরবর্তীতে যশোরে ফিরে আসামি সনাক্ত করে থানায় এজাহারে করেন