যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৪

বিশেষ প্রতিনিধি
শুক্রবার ১৪ জুলাই রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে জনি খান,যশোরের মনিরামপুর থানার আগরহাটি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে রাকিব ফয়সাল,যশোর সদর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে আলী হোসেন ও শহরের বারান্দীপাড়া মাঠপাড়ার আব্দুল মজিদের ছেলে সুমন ইসলাম। গ্রেফতারকৃতদের শনিবার ১৫ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার ১৪ জুলাই রাতে ডিবি’র এসআই নাজমুল ইসলাম জানান,তিনিসহ ডিবিতে কর্মরত এসআই ও এএসআইসহ একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে যশোর নিউ মার্কেট মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যশোর সদরর বাহাদুরপুর গ্রামের আব্দুল গফুর সুপার মার্কেট এর সামনে তিনজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার পর উল্লেখিতস্থানে পৌছালে ডিবি’র জ্যাকেট পরা দেখে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাদক ব্যবসায়ীরা  পালানোর চেষ্টাকালে মাদকবহনকারী আলী হোসেন এবং সুমন ইসলামকে গ্রেফতার করে। আসামী রাকিব ফয়সাল দৌড়ে পালাতে যেয়ে মার্কেটের পাশে ড্রেনের মাঝে পড়ে গিয়ে ডান পায়ে আঘাত প্রাপ্ত হয়। রাকিব ফয়সালের পরনের প্যান্টের ডান পকেট হতে ৩৫পিস ইয়াবা, আলী হোসেনের প্যান্টের ডান পকেট হতে ৪৫পিস ইয়াবা  উদ্ধার করে। রাকিব ফয়সাল ও আলী হোসেন তাদের সহযোগী  সুমন ইসলামের সাথে  পরস্পর  সহযোগিতায় মাদক ব্যবসা করে। গ্রেফতারকৃতদের ডিবি হেফাজতে রেখে তাদের বিরুদ্ধে গভীর রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দেন। অপরদিকে, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের একজন এসআইসহ একদল পুলিশ শুক্রবার ১৪ জুলাই রাত ৮ টার পর গোপন সূত্রে খবর পেয়ে যশোর খুলনা মহাসড়কের রুপদিয়া বাজারস্থ সাউথইষ্ট ব্যাংকের সামনে থেকে জনি খান নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করে।