যশোরে ভারতের বিভিন্ন ব্রান্ডের মদসহ ভারতীয় নাগরিকসহ দু’জন গ্রেফতার

 যশোর অফিস 
ভারতের বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল মদসহ এক ভারতীয় নাগরিক ও নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে যশোর শহরের রেলরোডস্থ আশ্রম মোড় এলাকা থেকে গ্রেফতারের ঘটনায় রাতে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার চালিতাবাড়িয়া গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে ইয়াছিন গাজী ও যশোর বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়ার জাহাঙ্গীরের স্ত্রী ও করিমের পুত্রবধু ময়না। শুক্রবার ১৪ জুলাই গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি সুত্রে জানাগেছে,বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুরে ডিবি’র টিম ইনচার্জ এসআই সোলায়মান আক্কাস,এএসআই শফিউর রহমানসহ একদল টিম কোতয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে জজকোর্ট মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের রেলরোড আশ্রম মোড় জনৈক বিল্লাল এর মালিকানাধীন মেঘনা ষ্টোরের সামনে একজন মহিলা ও পুরুষ তাদের হেফাজতে থাকা একটি ল্যাগেজের মধ্যে বিদেশী মদ নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি’র উক্ত টিম পৌছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত দু’জন দ্রুত কৌশলে পালানোর এক পর্যায় ডিবি’র টিম তাদেরকে চ্যালেঞ্জ করার এক পর্যায় ভারতীয় নাগরিক ইয়াছিন গাজীকে একটি ভারতীয় পাসপোর্টসহ ও বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবের বেড় মধ্যপাড়ার গৃহবধূ ময়নাকে আটক করে। পরে তাদের কাছে থাক ল্যাগেজ তল্লাশী করে ভারতের তৈরী বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১লাখ ১৬ হাজার টাকা বলে অভিযান টিম জানিয়েছেন।