যশোরে হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট 

যশোর প্রতিনিধি: বেনাপোলের রাজাপুর গ্রামের মিজানুর রহমান হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শংকর কুমার বিশ্বাস। অভিযুক্ত আসামিরা হলো বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোকেয়া খাতুন এবং ছেলে শামীম মোল্যা।

মামলার অভিযোগে জানা গেছে, গয়ড়া মৌজার ছকোর খাল পাড়ে সাহাবুদ্দিনের জমি লিচ নিয়ে চাষ করতেন মিজানুর রহমান। ২০২২ সালে জমির মীমানা নিয়ে পশের জমির মালিকের সাথে বিরোধের সৃষ্টি হয় মিজানুরের। জমির মালিক সাহাবুদ্দিন আমিন এনে সাইফুলদের ডেকে ওই বছরের ২৩ ডিসেম্বর দুপুরে জমি মাপামাটি করছিলেন। এ সময় সাইফুল ও মিজানুরের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুল গাছিদা এনে মিজানুরকে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহাত মিজানুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মিজানুরের ভাই আশানুর রহমানা বাদী হয়ে সাইফুল মোল্যাসহ তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে তিনজনকে আটক দেখানো হয়েছে।