যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলা কানাপুকুর পার্কে দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলা কানাপুকুর পার্ক সংলগ্ন সিপি কোম্পানীর সামনে বেপরোয়া গতি সম্পন্ন দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় কোতয়ালি থানায় শুক্রবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, নওয়াপাড়া হাইওয়ে থানার এএসআই শহিদ শরীফ। মামলায় আসামী করেন, (বগুড়া ট-১১-২৬৫১) ও ঢাকামেট্টো ট-১৮-৭৮০০) এর অজ্ঞাতনামা চালাক।
মামলায় এএসআই শহিদ শরীফ  উল্লেখ করেন,নওয়াপাড়া হাইওয়ে থানা এলাকার মহাসড়কের রাত্রীকালীন ডিউটি করাকালে সকাল পৌনে ৭ টায় সংবাদ পান যশোর জেলার কোতয়ালি থানাধীন পদ্মবিলা কানাপুকুর পার্ক সংলগ্ন সিপি কোম্পানীর সামনে যশোর খুলনা মহাসড়কের উপর দূর্ঘটনা ঘটেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হলে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পারেন সকাল ৬ টা বেজে ২৫ মিনিটের সময় যশোর সদর হতে খুলনাগামী ট্রাক যার রেজিষ্ট্রেশন নাম্বার (বগুড়া ট-১১-২৬৫১) এর অজ্ঞাতনামা ট্রাকের চালক এবং খুলনা হতে যশোর মুখী ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্টো ট-১৮-৭৮০০) এর অজ্ঞাতনামা ট্রাকের চালকদ্বয় দ্রুত ও বেপরোয়া গতিতে নিয়ন্ত্রনহীনভাবে গাড়ী চালিয়ে মুখোমুখী সংঘর্ষের ফলে সড়ক দূর্ঘটনা সংঘঠিত হয়। উক্ত সড়ক দূর্ঘটনার ফলে বগুড়া-১১-২৬৫১) ট্রাকের হেলপার নাহিদ পারভেজ গুরুতর জখম প্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে বগুড়া জেলার পুপচাচিয়া উপজেলার কুড়াহার গ্রামের হাবিল হোসেনের ছেলে। দূর্ঘনায় কবলিত ট্রাক দু’টি নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জব্দ করেন। দু’টি ট্রাক মুখোমুখী সংঘর্ষের ফলে ৫লাখ টাকা ক্ষতি সাধন হয়।#