ট্রাফিক পুলিশ সার্জেন্টের সাথে অসদাচরণ ও কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে যুবক আটক 

যশোর প্রতিনিধি 
রোববার সন্ধ্যার দিকে যশোর শহরের দড়াটানা ট্রাফিক চত্বর থেকে, নারী পুলিশ সার্জেন্টের সাথে অসদাচরণ ও কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে সোহেল তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সোহেল তানভীর যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার আলী আকবরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপান্বিতা বৈরাগী অভিযোগ করে বলেন, রবিবার সন্ধ্যার দিকে দায়িত্ব পালনকালে সোহেল তানভীর মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় তার মাথায় হেলমেট ছিলো না, গাড়ির কাগজপত্র সাথে ছিলো না। কাগজপত্র দেখতে চাইলে সে দুর্ব্যবহার করে। একপর্যায়ে ট্রাফিক কনস্টেবলের সাথে তর্ক-বিতর্ক করে ধাক্কাতে থাকে। এ সময় ব্যাপক হারে যানজট সৃষ্টি হয়। দড়াটানা মোড়ে লোকে লোকারণ্য হয়ে যায়। ফলে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ তানভীরকে আটক করে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগে থানায় মাদক মামলা রয়েছে।