যশোরে মরাপিটের অভিযোগে পিতা-ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর প্রতিনিধি যশোর দড়াটানার কোহিনুর বেকারি এন্ড জেনারেল স্টোরে হামলা ভাংচুর, লুটপাট ও মরাপিটের অভিযোগে পিতা-ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার শহরের পোস্ট অফিসপাড়ার মৃত অ্যাডভোকেট মোজাম্মেল হকের স্ত্রী মাজেদা আক্তার ডলি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।আসামিরা হলো, বেজপাড়া আজিমাবাদ কলোনির শামসুদ্দিন ও তার ছেলে ফারুক হোসেন।মামলার অভিযোগে জানা গেছে. দড়াটানার কোহিনুর বেকারি এন্ড জেনালের স্টোরের মালিক মাজেদা আক্তার যৌথভাবে মফিজুর রহমানের সাথে ব্যবসা করে আসছেন। এ দোকান দখলের ষড়যন্ত্র করে আসছে আসামিরা। গত ১২ জুন রাত ১১ দিকে আসামিরা অপরিচিত সন্ত্রাসী নিয়ে দোকানে হামলা করে কর্মচারীদের মারপিট করে বের করে দেয়। এরপর আসামি মারুফ অস্ত্রের মুখে জিম্মি করে মফিজুর রহমানকে পার্শবর্তী সাহেবজান বেডিং নিয়ে আটকে রাখে। এ সংবাদ পেয়ে মাজেদা আক্তার ঘটনাস্থলে আসেন এবং লুটপাট করতে দেখেন। এরমধ্যে হামলাকারীরা দোকান থেকে নগদ দুই লাখ ৬০ হাজার ও ৯ লাখ ২৪ হাজার ২৭৫ টাকার মালামাল মিনি ট্রাকে লুট করে নিয়ে যায়। চিৎকারে আশেপাশের লোকজন ও টহল পুলিশ ঘটনাস্থলে এসে মাজেদা আক্তার ও মফিজুর রহমানকে উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। #