যশোরে রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারী হাতেনাতে আটক

Share

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তারের জন্য অপেক্ষারত এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে হাসপাতালের মেডিসিন বহির্ভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোসাম্মৎ তমা খানম যশোর সদর উপজেলার মাহিদিয়া পুলের হাট এলাকার মোহাম্মদ হোসেন আলীর স্ত্রী। জানা গেছে, তমা খানম হাসপাতালের করোনারি ইউনিটের নিচতলায় ৬ নং মেডিসিন বহির্ভাগের সামনে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বন্যা (১৯) ও তানিয়া (২২) নামে দুই নারী তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ২৫০০ টাকা বের করে নেওয়ার চেষ্টা করেন। তমা খানম বিষয়টি টের পেয়ে তাদের ধরে ফেলেন।

আটককৃতরা হলেন— পাবনা জেলার আমিনবাজার থানার কাশীনাথপুর গ্রামের আল আমিনের স্ত্রী বন্যা (১৯) এবং একই গ্রামের রায়হানের স্ত্রী তানিয়া (২২)। তারা বর্তমানে রূপদিয়ার চাউলিয়া তেলপাম্প এলাকায় আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে।হাসপাতালের গার্ড পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে হেফাজতে নিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more