যশোরে আদালতের আদেশ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

যশোর প্রতিনিধি :আদালতের আদেশ অমান্য করে যশোর সদর উপজেলার বাহাদুরপুরে জমি ও গাছপালা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জানা গেছে, কিসমত নওয়াপাড়ার আর এস ৯৯২ দাগের পুকুর শ্রেণির ২৬ শতকের মধ্যে ১.৫৮ ও আর এস ৯৯৩ দাগের পুকুরের পাড় ১৩ শতকের মধ্যে .৩৯ শতক জমিসহ ৩টি দাগসহ ৫টি দাগে মোট ৫ শতক জমি ক্রয় করেন কিসমত নওয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান ঝন্টু। বিভিন্ন দাগে জমি ক্রয় করলেও তিনি ৫ শতক জমি আজমালী শরীকের জমি দখলে মরিয়া হয়ে উঠেছে।  গত ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে আসাদুজ্জামান ঝন্টুর নেতৃত্বে দুর্বৃত্ত্বরা যশোর সদরের বাহাদুরপুর গ্রামের আতাউরের  কন্যা আঞ্জুমানসহ তার পরিবারের লোকজনকে মারার চেষ্টা করে। এসময় স্থানীয় এগিয়ে আসলে ঝন্টুসহ দুর্বৃত্ত্বরা চলে যায়। এ ঘটনায় যশোর আদালতে অভিযোগ দিলে আদালত ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এসময় আদালতের নিষেধাজ্ঞাটি সাইনবোর্ডে লিখে ওই জমির একটি গাছে ঝুলিয়ে দেন। তিনি আদালতের আদেশের কথা উল্লেখ করে লেখেন, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যশোর জেলার কোতয়ালি থানার অর্ন্তগত ১০৬ নম্বর বাহাদুরপুর মৌজার এস এ দাগ ৯৬০, আর এস ৯৯২ দাগে জমির পরিমান ২৬শতক ও এস এ দাগ ৯৬১, আর এস ৯৯৩ নম্বর দাগে জমির পরিমাণ ৭শতক এবং এস এ দাগ ৯৫৭ আর এস ৯৯৪ নম্বর দাগে জমির পরিমান ২৯ শতক মোট ৬২ দাগের মধ্যে নালিশী অন্যান্য জমির দাগ নিয়ে শরীকগণের মধ্যে বিজ্ঞ আদালতে দেওয়ানী ৩৮/৯৫ নম্বর বিভাগ বন্টনের মোকাদ্দমায় ১ নম্বর বিবাদী আতাউর রহমানের অনুকূলে ও বাদী মৃত মতিয়ার রহমানের ওয়ারেশগণ ২ নম্বর বিবাদী মৃত মাসুদুর রহমানের ওয়ারেশগণ এবং ৩ নম্বর বিবাদী আফরোজা রহমানসহ সকল শরীকগণের প্রতিকূলে নিষেধাজ্ঞা আদেশ জারী হয়ে আজ পর্যন্ত বহাল আছে। উক্ত নালিশী সম্পত্তি উপর নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকাঅবস্থায় বাদীর ওয়ারেশগন এবং ২ নম্বর বিবাদীর ওয়ারেশন ও ৩ নম্বর বিবাদীপক্ষ অথবা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট উক্ত নালিশী জমি ক্রয়-বিক্রয়, বন্ধক বা কোনরূপ হস্তান্তর মূলক চুক্তিতে আবদ্ধ হন বা উক্ত সম্পত্তি দখল পূর্বক বেআইনী ভাবে পরিবর্তন-পরিবর্ধন করেন তবে আদালতে নির্দেশ অমান্য  করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে-প্রচারে আতাউর রহমান।’
এ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়ার পর থেকে আদালতের আদেশ অমান্য করে ওই জমি ও গাছপালাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা যশোর উপশহর পুলিশ ফাঁড়ির এসআই এজাজুর রহমান জানান, আদালতের আদেশ উভয় পক্ষকে মানার নির্দেশ দিয়েছি