যশোরে দিন দুপুরে চুরি পালাবার কালে ধরলে  কুপিয়ে জখম করে টাকা চুরির অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি 
দিন দুপুরে সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার এক ভাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে সুকৌশলে ঘরে ঢুকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। ঘটনার পরপর সংঘবদ্ধ চোরেরা ধারালো গাছী দা দিয়ে কুপিয়ে এক যুবককে ও তার মাকে বটি দিয়ে আঘাত করে নগদ ২০ হাজার টাকা লুটপাট করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ১২ জুন রাতে মামলাটি করেন,মাগুরা জেলার শালিখা থানার সীমাখালী গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি জামরুল তলার জনৈক মনিরুল বিশ^াসের বাড়ির ভাড়াটিয়া ফারুক হোসেনের ছেলে মিলন হোসেন। মামলায় আসামী করেন, যশোর মনিরামপুর উপজেলার আবালপুর গ্রামের বর্তমানে সদর উপজোর শেখহাটি জামরুলতলার জনৈক মনিরুল বিশ^াসের বাড়ির ভাড়াটিয়া সাত্তারের ছেলে আকবার ও তার স্ত্রী  ফতে বেগম।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদের স্বভাব চরিত্র ভাল না এবং পেশাদার চোরসহ আকবারের নামে বিভিন্ন মামলা রয়েছে। গত ১২ জুন সোমবার বেলা সাড়ে ১২ টায় শেখহাটি জামরুল তলা ভাড়া বাড়িতে বাদি ও তার পরিবারের লোকজন না থাকার সুযোগে আসামীরা সু-কৌশলে বাদির ঘরের মধ্যে ঢুকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদির আপন ছোট ভাই ইয়াছিন (১৯) হাতে নাতে ধরলে  ফতের হুকুমে আকবার ধারালো গাছি দা দিয়ে ইয়াছিনকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। তখন ঘটনা দেখে বাদির মা সেলিনা বেগম (৪৮) ঠেকাতে এলে তাকেও খুন করার উদ্দেশ্যে মোাছাঃ ফতে ধারালো বটি দিয়ে মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং এলোপাতাড়ীভাবে কিলঘুষি মেরে আহত করে। বাদির মায়ের পরনের কাপড় চোপড় আকবার ও তার স্ত্রী ফতে বেগম টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা আসামীরা নেয়। বাদির ভাই ও মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আাসামীরা হত্যার হুমকী দিয়ে চলে যায়। বাদির ভাই ইয়াছিন ও মা সেলিনা বেগমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছেন।