যশোর অফিস
যশোরে নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘অপরাজিতা’-এর মিটআপ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়।
‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা অপরাজিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ১০৮ সদস্যের গ্রুপের সবাই অংশ নেন।
জানা গেছে, ২০২৩ সালে মাত্র ২০ জন উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করে “অপরাজিতা”। বর্তমানে এর সদস্য সংখ্যা একশো আটজন। এবার পাঁচজন গ্রুপ অ্যাডমিনসহ সবাই মিলে দুই বছর পূর্তি উপলক্ষে একত্রিত হন।
গ্রুপ অ্যাডমিনদের মধ্যে ছিলেন সোহেলিস কিচেনের স্বত্বাধিকারী সোহেলি পারভীন, সাজিয়া এক্সক্লুসিভ কেকের সাজিয়া আফরিন টুম্পা, বেকিং এন্ড মোর-এর সৈয়দা শারমিন সুলতানা, তিন্নির রান্নাঘর (ভর্তাবাড়ি)-এর মাহবুবা সুলতানা তিন্নি, এবং বেকিং হাউস যশোরের ফারজানা ইয়াসমিন মিরা।
সোহেলি পারভীন বলেন, “সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেরা তৈরি খাবার বিক্রি করি। এর মাধ্যমে নারীরা সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছেন। ভবিষ্যতে আমরা সবাই মিলে আরও বড় কিছু করার প্রত্যাশা রাখি।”
অন্য এক অ্যাডমিন মাহবুবা সুলতানা তিন্নি বলেন, “দুই বছর পূর্তি উপলক্ষে এই মিলনমেলা আয়োজন করা হয়েছে। আমাদের উদ্যোক্তারা মাসে প্রায় আড়াই হাজার অর্ডার সম্পন্ন করেন। বাসায় তৈরি মানসম্মত খাবার—যেমন কেক, পিঠা, নাস্তা—সবচেয়ে বেশি বিক্রি হয়।” তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আরও বলেন, “আজ থেকেই কাজ শুরু করুন, অর্থ না থাকলেও আমরা সহযোগিতা করব। নিজেকে সাবলম্বী করতে সাহস ও আগ্রহই সবচেয়ে বড় শক্তি।”
মিলনমেলায় অংশগ্রহণকারী সদস্যরা নিজ হাতে তৈরি ৭৮ প্রকার পিঠা, কেক, রোল ও প্যাটিসসহ নানা খাবারের পসরা সাজিয়ে রাখেন। উদ্যোক্তারা পরস্পরের মধ্যে রেসিপি বিনিময় করেন ও তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে সেরা বিক্রেতা উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। অংশগ্রহণকারীরা জানান, এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের আত্মনির্ভরতার পথচলাকে অনুপ্রেরণা দেবে।