যশোরে১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রী বিরুদ্ধে আদালতে স্বামীর মামলা

যশোর প্রতিনিধি 
১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্বামী। বুধবার চৌগাছার দিঘলসিংগা গ্রামের মৃত হানিফের ছেলে সুজন খান বাদী  হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে চৌগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি আসমা আক্তার চাঁদপুর ফরিদগঞ্জের জমাদার বাড়ি গ্রামের আলী আশরাফের মেয়ে ও ঢাকা ওয়ারীর ফোল্ডার স্ট্রীটের বিক্রমপুর প্যারাডাইস ভবনের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, সুজন খান সৌদী প্রবাসী। ২০১৬ সালের ১৭ জুলাই তিনি পারিবারিক ভাবে আসমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় দেনমোহরানার ২০ লাখ টাকা গহনা দিয়ে পরিশোধ করা হয় । এরপর তিনি সৌদী আরব চলে যান। স্বামীর অনুপস্থিতে আসমা আক্তার পরপুরুষে আসক্ত হয়ে পড়েন। প্রতি মাসে তাকে সংসার চালানো খরচ বাবদ ২০ হাজার টাকা দিলেও নানা অজুহাতে আসমা আক্তার অতিরিক্ত টাকা চেয়ে নিতেন। দেশে ফিরে সুজন খান তার স্ত্রীর বেপরোয়া জীবনযাপন দেখে হতবাক হয়ে যান। স্ত্রী আসমা আক্তার ভুল শিকার করে সংসারী হওয়ার আশ্বাস দেন। সুজন খান আবারও সৌদী আরব চলে যান। আসমা আক্তার ফের একই কাজ শুরু করে। ফ্লাট ক্রয়ের কথা বলে স্বামীর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে খরচ করে ফেলেন তিনি। সুজন খান দেশে ফিরে স্ত্রীর বেপরোয়া জীবনযাপন দেখে গ্রামের বাড়ি চলে চান। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী আসমা খাতুন তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ২৮ এপ্রিল আসমা আক্তারকে গ্রামের বাড়ি নিয়ে এসে সংসার করার জন্য অনুরোধ করলে ১০ লাখ টাকা ছাড়া সংসার করবেন না বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।  #