যশোরে ট্রাক চুরি মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি 
যশোর নতুন খয়েরতলা এলকা থেকে ট্রাক চুরির ঘটনায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মানিকগঞ্জ সদরের গোলড়া চরখন্ড গ্রামের খোরশেদ আলমের ছেলে মাহবুব আলম রাকিব, পূর্ববান্দইল গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও ঢাকুয়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে বাদল বিশ্বাস।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে নতুন খয়েতলা ভাস্কর্য্যরে মোড় এলাকার চৌগাছা বাসস্টান্ডের পিছনে যশোর ট-১১-১২৮৪ ট্রাকটি চুরি হয়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে গত ২৮ এপ্রিল মানিকগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার ও জনি নামে একজনকে আটক করা হয়।  এ ঘটনায় গত ২ মে মামলা করেন ট্রাকের মালিক যশোর সদরের সরদার বাগডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম। আসামি জনির দেয়া তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে এ মামলায় আদালতের মাধ্যমে আটক দেখিয়ে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন। #